logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৯:৩০
স্পিরিট পানে ১১ জনের মৃত্যু: মূল হোতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

স্পিরিট পানে ১১ জনের মৃত্যু: মূল হোতা গ্রেপ্তার


দিনাজপুরের বিরামপুরে গত ২৬ মে বিষাক্ত স্পিরিট পানে ১১ জনের মৃত্যুর ঘটনার প্রধান হোতা স্পিরিট ব্যবসায়ী রফিকুল ইসলামকে (৪৬) পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার দুপুরে অভিযান নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈদুল ফেতরের পরের দিন গত ২৬ মে বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) পানে স্বামী-স্ত্রীসহ ১১ জনের মৃত্যু ঘটে এবং ৬ জন অন্ধত্ব বরণ করে। এ ঘটনায় পুলিশ এক হোমিও চিকিৎসককে আটক ও হত্যা মামলা রুজু করা হয়।
পরে মামলায় পলাতক আসামি বিরামপুর ও পার্শ্ববর্তী এলাকায় স্পিরিট সরবরাহকারী বিরামপুর পূর্বজগন্নাথপুর মহল্লার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হলো।
আটক রফিকুলের বিরুদ্ধে ইতিপূর্বে ফুলবাড়ি থানায় একটি এবং বিরামপুর থানায় ৩টি মাদক মামলা চলমান রয়েছে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, রফিকুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com