logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৯:৩৯
ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ভাই আটক
নিজস্ব প্রতিবেদক

ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ভাই আটক


বরিশালের হিজলা উপজেলার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগ সভাপতির ছোট ভাই মেহেদী হাসানকে আটক করেছে র‌্যাব-৮।
মেহেদী স্থানীয় নরসিংহপুর গ্রামের মৃত হাসান মাহমুদের ছেলে এবং হিজলা উপজেলা পরিষদের দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের ছোট ভাই।
এছাড়া পৃথক অভিযানে নগরীর আলেকান্দা এলাকা থেকে ৯৬ পিস ইয়াবাসহ শাহিন হাওলাদার নামে এক মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাব। গত শুক্রবার রাতে র‌্যাবের বিশেষ দুটি দল এই অভিযান চালায়। আটক শাহিন স্থানীয় গাজী বাড়ির আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
আটককৃত দুই মাদক বিক্রেতাকে স্ব-স্ব থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
শনিবার পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, মাদকদ্রব্য বিক্রির গোপন খবর পেয়ে তাদের একটি বিশেষ দল হিজলার নরসিংহপুর গ্রামের সোলায়মান চৌকিদারের নির্মানাধীন বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও মেহেদী হাসানকে আটক করে র‌্যাব। এ সময় তার দেহ তল্লাশী করে ২২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৮ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মেহেদীকে ওই রাতেই হিজলা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন র‌্যাব-৮’র ডিএডি জিল্লুর রহমান।
অপরদিকে, র‌্যাবের আরেকটি বিশেষ দল একই রাতে নগরীর আলেকান্দা গাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ শাহিন হাওলাদার নামের (৩০) এক মাদক বিক্রেতাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com