logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৯:৫০
দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার


ওষুধ, পিপিই ক্রয়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে গ্রেপ্তার করেছে দেশেটির পুলিশ। রয়েটার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ওবাদিয়া মোয়োর বিরুদ্ধে ওষুধ, সুরক্ষা উপকরণসহ ৬ কোটি ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। শুক্রবার গ্রেপ্তারের পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে হারারের একটি থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
একই অভিযোগে পুলিশ গত সপ্তাহে ডেলিস এনগুওয়ায়া নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ডেলিসের কোম্পানিকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দিতে মোয়ো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে সন্দেহ বিরোধীদের।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া পরে মেডিকেল সরঞ্জাম ক্রয়ের ওই চুক্তি বাতিল করেন। আফ্রিকার এ দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৪ জন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com