logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৯:৫১
‘ভারতে চীনা পণ্য বর্জনের দাবি ফাঁকা আওয়াজ’
নিজস্ব প্রতিবেদক

‘ভারতে চীনা পণ্য বর্জনের দাবি ফাঁকা আওয়াজ’


ভারতে চীনা পণ্য বর্জনের দাবি ফাঁকা আওয়াজ বলে জানিয়েছে বারখা দত্ত। শনিবার কাউন্টার পাঞ্চকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ভারতের প্রযুক্তির বাজার এখনও চীনা পণ্যে সয়লাব। ভারতীয়রা কি সস্তায় মোবাইল ফোন ব্যবহার করা ছেড়ে দিবে ? সম্ভব নয়।
|বারখা দত্ত বলেন, পত্রিকায় দেখলাম একজন ব্যবসায়ী নেতা অলরেডি বলেছেন চীন থেকে খুচরা ব্যবসায়ীরা বছরে ৭৪০০ কোটি টাকার পণ্য আমদানি করেন। সেগুলো কি বন্ধ করা সম্ভব? ওই ব্যবসায়ী নেতা বলেছেন, যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য, আর যেগুলো দেশেই তৈরি করা যাবে না, সেগুলো ছাড়া বাকি কোনো চীনা পণ্য বিক্রি করব না আমরা। এরমানে দাড়ালো যে পণ্য যে ভারতের বাজারে থাকবে সেটা স্বীকার করে নেওয়া হলো।
বারখা দত্ত বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বয়লার থেকে শুরু করে ওষুধ শিল্পের অধিকাংশ কাঁচামাল, গাড়ি শিল্প, বা অন্যান্য ভারি শিল্পও চীন নির্ভর হয়ে পড়েছে। ফলে বিশ্ব বাজারে এখন টিকে থাকতে হলে চীনা পণ্য বর্জনের সুযোগ নেই।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com