logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৯:৫৩
জন বোল্টন দেশদ্রোহী : মাইক পম্পেও
নিজস্ব প্রতিবেদক


জন বোল্টন দেশদ্রোহী : মাইক পম্পেও


জন বোল্টনকে ‘দেশদ্রোহী’ বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
‘দ্য রুম হয়্যার ইট হ্যাপেনড: এ হোয়াইট হাউস মেমোরি’ নামের ৫৭৭ পৃষ্ঠার বই লিখেছেন জন বোল্টন। বইয়ে বোল্টন লিখেছেন, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে সাহায্য চেয়েছেন ট্রাম্প।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় মাইক পম্পেও বলেন, আমি বইটি পড়িনি। কিন্তু যে বিষয়গুলো প্রকাশ হয়েছে তা দেখেছি। জন বোল্টন অর্ধসত্য এবং মিথ্যে ছড়িয়েছেন।
অপর টুইটে পম্পেও বলেন, এটি খুবই দুঃখজনক ও মারাত্মক যে, জন বোল্টন অবশেষে নিজকে জনসম্মুখে দেশদ্রোহী হিসেবে তুলে ধরেছেন।
বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, এই বইটি পুরোই মিথ্যে এবং ভুলে ভরা। তাকে খারাপ দেখাতেই এটি প্রকাশ করা হয়েছে। বোল্টন একজন মিথ্যেবাদী এবং হোয়াইট হাউসের সবাই তাকে অপছন্দ করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com