logo
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ১৪:১৪
প্লে মিউজিকের যাত্রা
প্রথম বাংলাদেশ ডেস্ক

প্লে মিউজিকের যাত্রা

দেশে যাত্রা করলো প্লে মিউজিক প্রোডাকশন নামে নতুন একটি প্রডাকশন হাউজের। গতকাল রাতে প্রতিষ্ঠানটি চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন এর কর্ণধার সুমি আক্তার। ধানমন্ডির একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ও তার স্ত্রী, দৈনিক আমাদের সময় পত্রিকার সহকারী সম্পাদক শাহিন চৌধুরী, গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন রাজা, মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমান, পাঁচবিবি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সঙ্গীত ও অভিনয় জগতের এক ঝাঁক পরিচিত মুখ।

গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন রাজা বলেন, ‘সুমি অবশ্যই প্রতিভাবান, সে অনেক দূর যাবে। দেশে সুমির মত অনেক প্রতিভা আছে। আমরা তাদের নিয়ে কাজ করতে চাই। সারা বিশ্বের বুকে বাংলা ভাষাকে এবং বাংলা গানকে স্থায়ী করতে চাই। আমরা আবহাওয়া পরিবর্তন করতে চাই।‘

চঞ্চল মাহমুদের হাত ধরে মডেলিং এ হাতেখড়ি হয় সুমি আক্তারের। দীর্ঘ ৮ বছর মডেলিং এ কাজ করার পর গানের জগতে আসেন জয়পুরহাট জেলার এই সন্তান। মডেলিং ও অভিনয় থেকে সুরের দুনিয়ায় তার পথ চলা শুরু। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করলেন ‘প্লে মিউজিক প্রোডাকশন’।

সুমি আক্তার বলেন, ‘যার মাথায় তেল থাকে, তাকেই তেল দেওয়া হয়। আমি গ্রাম থেকে এসেছি, তাই তাদের দুঃখটা আমি বুঝি। তামি তাদের নিয়েই কাজ করতে চাই।‘

এবারের ঈদে প্রে মিউজিকের ব্যানারে বাজারে আসতে যাচ্ছে তিনটি গানের অ্যালবাম। চারটি নাটক, একটি টেলিফিল্ম ও কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের অভিনয়ে একটি ওয়েব সিরিজ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com