logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৯:৫৭
মাশরাফির সুস্থতায় সহযোগিতা করবে বিসিবি
নিজস্ব প্রতিবেদক

মাশরাফির সুস্থতায় সহযোগিতা করবে বিসিবি


বাংলাদেশ জাতীয় দলের পেসার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনা ভাইরাসে আক্রান্ত। শনিবার তার করোনা পজিটিভ হওয়ার ফলাফল এসেছে। এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনয় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাশরাফি এই বিষয় নিয়ে বিসিবিকে এখনো কিছু জানায়নি। তার সঙ্গে কোনো কথায় হয়নি, কোথায় আছে তাও জানা নেই। আমি তাকে এসএমএস দিয়ে রেখেছি, কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই বিসিবির পক্ষ থেকে তা করা হবে। আর প্রধানমন্ত্রী তাকে নিয়ে অবশ্যই আলাদা যত্ন নেবেন।’
করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। তবে সেটিও বেশ আগে। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন দুই সপ্তাহ। তার পর বাসায় ফিরে সাবধানেই ছিলেন। বাইরে খুব-একটা যাননি। তার পরও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়া থেকে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের করোনাভাইরাস আক্রান্তের খবর প্রকাশ হতেই সামাজিক মাধ্যম ছেয়ে যায় তার জন্য প্রার্থনায়। মাশরাফি নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেশবাসীর কাছে দোয়া চাইলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com