logo
আপডেট : ২০ জুন, ২০২০ ২০:১৭
পাকিস্তান থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু


পাকিস্তান থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হচ্ছে বলে জানা গেছে। ইয়ন ও ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
|শনিবার থেকে কেবল গোয়াদার ও তারবাত বিমানবন্দর ছাড়া পাকিস্তানের যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজ চলাচল করতে পারবে।
বেসামরিক বিমান চলাচল বিভাগের মুখপাত্র আবদুল সাত্তার খোকার এক বিবৃতিতে বলেন, করোনার কারণে আরোপিত বিধিনিষেধ ও বাধ্যবাধকতা মেনে উড়োজাহাজ চলাচল করতে পারবে। এই বিধিনিষেধ পরিস্থিতি অনুসারে পরিবর্তন হবে এবং স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। কার্গো ও কূটনৈতিক বিমান প্রচলিত নিয়ম অনুসারেই চলবে। এসময় সব এয়ারলাইনসকেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর মেনেই উড়োজাহাজ চালাতে হবে বলেও জানান তিনি।
প্রথম ভোর/নিলয়


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com