তিন সিটি নির্বাচনের দুই দিন আগে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী বিজিবি।
শনিবার সকাল থেকে এই তিন নগরের প্রধান সড়কগুলোতে বিজিবিকে টহল দিতে দেখা যাচ্ছে। আজ শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোটের প্রচার শেষ হওয়ার আগেই প্রশাসনের এই উদ্যোগ দেখল তিন সিটির বাসিন্দারা।
তিন সিটির মধ্যে বরিশাল ও রাজশাহীতে ১৯ প্লাটুন করে এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি জানান, রাজশাহী সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যারা শনিবার সকাল থেকে নগরীতে টহল দিচ্ছেন।
বিজিবির এক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এবং চার প্লাটুন রিজার্ভ রাখা হবে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা টহল ও স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে রিজার্ভ থাকা চার প্লাটুন বিজিবি সদস্য শুধুমাত্র বিশেষ প্রয়োজনে বের হবেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই ১৯ প্লাটুন বিজিবি মাঠে থাকবে বলেও জানান তিনি।
এদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে ভোটকেন্দ্রসহ পুরো নগরীতে তিন হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। দায়িত্ব পালন করবে গোয়েন্দা সংস্থার সদস্য এবং আনসার সদস্যরাও।
আমাদের বরিশাল প্রতিনিধি জানান, সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৯ প্লাটুন বিবিজি সদস্য মোতায়েন করা হয়েছে, যারা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। এর পাশাপাশি র্যাব-পুলিশের সদস্যরাও তাদের টহল অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নয় জন বিচার বিভাগীয় (জুডিশিয়াল) হাকিম ও ৫৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি নির্বাচনে অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালে চার শ সদস্যের ১৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ১৫ প্লাটুন মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চার প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হবে, যারা বিশেষ প্রয়োজনে বের হবেন।
অপরদিকে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, তাদের প্রায় তিন শত সদস্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে কাজ করবেন। যার মধ্যে ৩০টি টিম স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং চারটি টিম রিজার্ভ রাখা হবে। এরইমধ্যে র্যাবের টহল নগরজুড়ে অব্যাহত রয়েছে, পাশাপাশি নগরের প্রবেশদ্বারে তিনটি চেকপোস্ট বসানো হয়েছে।
অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনে পুলিশের দুই হাজারের ওপর সদস্য দায়িত্ব পালন করবেন। মোট সদস্যের মধ্যে দুই হাজার ১৩ জন পুলিশ ও ১৫৬ জন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্য রয়েছে। এছাড়াও আনসারের দুই হাজার ১৫৯ সদস্য কাজ করবে। যাদের মধ্যে ৪৩৭ জন ব্যাটালিয়ান আনসার রয়েছে।
এছাড়া সিলেট সিটি নির্বাচনেও নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি সদস্য।