logo
আপডেট : ২১ জুন, ২০২০ ১২:৩৪
তামিমের পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত

তামিমের পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত


অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগে। বিলম্বে ছড়িয়ে পড়া তার খবরের সাথে জুড়ে মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল ইসলাম অপুর নামও। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন তামিম ইকবালের পরিবারের আরও তিন সদস্য। তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, তামিম ইকবালের মা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বড় ভাই নাফিসের স্ত্রী ও সন্তানের উপরেও করোনায় ছায়া পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারাও করোনায় আক্রান্ত।
নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com