logo
আপডেট : ২১ জুন, ২০২০ ১৫:০৯
ভুল করে একাধিকবার আউট দিয়েছেন শচীনকে, অবসরের ১১ বছর পর স্বীকার

ভুল করে একাধিকবার আউট দিয়েছেন শচীনকে, অবসরের ১১ বছর পর স্বীকার


অনলাইন ডেস্ক
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে অনেক ক্রিকেটারকে সাজঘরে ফিরে যেতে হয়েছে। এ রকম ঘটনা ঘটেছে কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সাথে। একই আম্পায়ার দুইবার ভুল করে আউট দিয়ে দেন তাকে।  ক্রিকেট মাঠের স্মৃতিচারণ করতে গিয়ে শচীনকে দেওয়া দুইবার ভুল আউটের কথা স্বীকার করে নিলেন হাই-প্রোফাইল আম্পায়ার স্টিভ বাকনর। তাও স্বীকার করলেন আম্পায়ার থেকে অবসর নেয়ার ১১ বছর পর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বার্বাডোজে এক রেডিও চ্যাট শো ‘ম্যাসন এন্ড গেস্টস’ এ স্টিভ বাকনর জানালেন, “শচীনকে দু-বার আউট দেওয়া হয়েছিল। দু-বারই ভুল হয়। ভুল মানুষ মাত্রেরই হয়। অস্ট্রেলিয়ায় একবার ওকে লেগ বিফোর আউট দি-ই। বল সেই সময় উইকেটের উপর দিয়ে যাচ্ছিল। দ্বিতীয়বার ঘটে ভারতে। কট বিহাইন্ড আউট দিয়েছিলাম। বল অনেকটা টার্ন নিয়েছিল। তবে ব্যাটের সঙ্গে সংযোগ হয়নি। তবে ম্যাচটা ইডেন গার্ডেন্সে হয়েছিল। ইডেনে যখন ম্যাচ খেলা হয়, তখন আম্পায়াররা কার্যত কিছু শুনতেই পাননা। কারণ একসঙ্গে এক লাখ লোক চিৎকার করে। সেই ভুল করায় আমি একদমই খুশি ছিলাম না।
ক্যারিবিয়ান এই আম্পায়ার বর্তমানে নিউ ইয়র্কে থাকেন। বারবার শচীনকে আউট দেওয়ায় ভারতীয় সমর্থকদের রোষের মুখে পড়েছেন একাধিকবার।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com