logo
আপডেট : ২১ জুন, ২০২০ ১৭:৫৫
রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু


রাস্তা পার হতে গিয়ে পাবনায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আমেনা খাতুন (৮৫) নামের এক অশীতিপর বৃদ্ধা।
|রোববার বেলা ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন সদর উপজেলার দোপকোলা গ্রামের আব্দুর রশিদ ফকিরের স্ত্রী।
এ সময় উত্তেজিত জনতা চালক-হেলপারকে আটক করে মারধর করে। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক আমেনা বেগমকে চাপা দিয়ে চলে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পরপরই ট্রাকের চালক দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। জালালপুর বাজারের লোকজন অন্য গাড়ি নিয়ে তাদের ধাওয়া করে মধুপুর নামক স্থানে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করতে সক্ষম হন। তারা চালক ও হেলপারকে গণধোলাই দেন। তারা পাবনা জেনারেল হাসপতালে চিকিৎসাধীন বলে হাইওয়ে পুলিশ জানায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com