logo
আপডেট : ২১ জুন, ২০২০ ১৭:৫৯
জয়পুরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নান্দাস গ্রামে সীমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী পালাতক রয়েছে।
ওই গৃহবধূ উপজেলার নান্দাস গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিবেশীরা জানান, গতকাল শনিবার স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটির জেরে মারধর করলে স্ত্রী রাতে পাশের গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয়। সকালে ওই গৃহবধূ বাড়িতে আবার আসলে স্বামী আবার নির্যাতন করে। এক পর্যায়ে স্ত্রী গুরতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন বলেন, আমি যেটুকু শুনিছে, সে স্বামীর ওপর অভিমান করে গ্যাসের বড়ি খেয়ে আত্মহত্যা করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলেহের জেড় ধরে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com