logo
আপডেট : ২১ জুন, ২০২০ ১৮:০৭
বাবা দিবসে মুশফিকের সালাম
নিজস্ব প্রতিবেদক

বাবা দিবসে মুশফিকের সালাম


আজ বিশ্ব বাবা দিবস। এই দিনে বাবাদের সঙ্গে বিশেষ স্মৃতি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বাবা দিবসের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। বাবা দিবসে সকল বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন মুশফিক। সেখানে তিনি বলেছেন, বাবা দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি পৃথিবীর সব বাবাকে আমার সালাম জানাচ্ছি এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুখে এবং শান্তিতে থাকুক পৃথিবীর সব বাবা এবং অবশ্যই নিরাপদে থাকুক। আল্লাহ হাফেজ।
পেসার রুবেল হোসেন তার বাবা ও ছেলের সঙ্গে দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, পৃথিবীর কাছে তুমি শুধু বাবা, কিন্তু আমার কাছে তুমিই আমার পৃথিবী।
নিজের বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। ক্যাপশনে লিখেছেন, বাবা দিবসের শুভেচ্ছা


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com