logo
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ১৭:০০
কখনোই ভিজবে না এই ফোন
প্রথম বাংলাদেশ ডেস্ক

কখনোই ভিজবে না এই ফোন

সম্পূর্ণ ওয়াটার প্রুফ ফোন আনলো সনি। মডেল এক্সপেরিয়া এক্সজেড টু। এই ফোনে সুপার স্লো মোশান ক্যামেরা রয়েছে।

সম্প্রতি ফোনটি ভারতের বাজারে অবমুক্ত করা হয়েছে। 

ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সঙ্গে রয়েছে গুগল লেন্স। দ্রুতগতির কার্য সম্পাদনের জন্য সনির নতুন ফোনে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত। 

সনি এক্সপেরিয়া এক্সজে টু ফোনে উচ্চমানের ছবি তোলার জন্য রয়েছে মোশন আই প্রযুক্তি-সহ ১৯ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার। এই ক্যামেরায় ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি স্লো মোশান ভিডিও তোলার আকর্ষণীয় ফিচারও রয়েছে।

ব্যাকআপের জন্য এই ফোনে ৩১৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। দ্রুত গতিতে চার্জ দেয়ার জন্য আছে কুইক চার্জ ৩.০।

৬ জিবি র‌্যামের এই ফোনে ৬৪ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। ভারতে ফোনটির দাম ৭২ হাজার ৯৯০ রুপি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com