logo
আপডেট : ২৩ জুন, ২০২০ ১২:০৩
বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাথমিকের ৮ শিশু নিহত
অনলাইন ডেস্ক

বন্ধুকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাথমিকের ৮ শিশু নিহত


এক বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেছে প্রাথমিক স্কুলের ৮ শিশু। রোববার স্থানীয় সময় সকাল ৭টার দিকে চীনের শিচুয়ান প্রদেশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানায়, প্রদেশের চংকুইন এলাকার ফু নদীর ধারে প্রাইমারি স্কুলের আটজন শিশু খেলা করছিল।
এসময় তাদের একজন উত্তাল নদীতে পড়ে যায়। তখন তাকে বাঁচাতে সাথে সাথে নদীতে ঝাঁপিয়ে পড়ে বাকি সাত শিশু। কিন্তু তারা তাদের বন্ধুকে বাঁচাতে পারেনি। বরং তারা নদীর স্রোতে তলিয়ে যায়। এদের মধ্যে একজন মাত্র ছেলে, বাকি সাতজনই মেয়ে।
এ ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু তাদের কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার সকালে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই দুর্ঘটনা সম্পর্কে কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের সবাই স্থানীয় মিক্সিন টাউন প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। তাদের সবার বয়স ১৪ বছরের নিচে। মৃত শিক্ষার্থীরা সাঁতার জানতো কিনা তা জানা যায় নি।
সূত্র: ডেইলি মিরর


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com