logo
আপডেট : ২৩ জুন, ২০২০ ১৫:২৩
এখনই ক্রিকেট নয়: দ্রাবিড়

এখনই ক্রিকেট নয়: দ্রাবিড়


অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের তাণ্ডবে স্থবির ক্রিকেটজগত। তবে প্রাণঘাতী এই ভাইরাসের প্রবল সংক্রমণকে পাশে রেখে অনেক দেশ মাঠে ক্রিকেট ফেরানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী ৮ জুলাই এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট শুরু হবে ইংল্যান্ডে। ভারতেও অনেকে আস্তে আস্তে ক্রিকেট ফেরানোর পক্ষে। কিন্তু ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় বলছেন, এখনই ক্রিকেট ফেরানোর পক্ষে নন তিনি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পিছিয়ে গেছে আইপিএল। সূচি অনুযায়ী আগামী আগস্টে শুরু হওয়ার কথা দেশটির ঘরোয়া মৌসুম। সম্ভাবনা রয়েছে সেটাও পেছানোর। ভারতীয় ম্যাগাজিন ‘দা উইক’-কে দ্রাবিড় বলেছেন, প্রয়োজনে মৌসুম ছোট করার পক্ষে তিনি, ‘আমার মনে হয় না, খেলা শুরু করার অবস্থায় আমরা আছি। ধৈর্য ধরা ও অপেক্ষা করাই এখন শ্রেয়। আমাদের মাস অনুযায়ী দেখতে হবে। সব রকম উপায়ের দিকে নজর রাখতে হবে। আগস্ট-সেপ্টেম্বরের ঘরোয়া মৌসুম অক্টোবরে যদি শুরু হয়, তাহলে মৌসুম ছোট করা উচিত কি না, সেটাও দেখতে হবে।’ 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com