logo
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ১৮:৪২
স্বাধীনতা পার্টির কাউন্সিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা পার্টির কাউন্সিল অনুষ্ঠিত

জাতীয় স্বাধীনতা পার্টির নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে মোয়াজ্জেম হোসেন খান মজলিশ আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত চেয়ারম্যানকে ১৫ দিনের মধ্যে মহাসচিবসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দায়িত্ব দেন অধিবেশনে আগত কাউন্সিলরবৃন্দ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় হলরুমে আয়োজিত এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমরা জোটগতভাবে ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। আমরা নিজেরা যেমন- দুর্নীতি করি না, তদ্রুপ দুর্নীতিকে প্রশ্রয় দেই না।

সংগঠনকে শক্তিশালী করে সর্বস্তরের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা। বলেন, ৭১ সালে যেভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে শোষণমুক্ত করেছি, আরেকবার দেশকে দুর্নীতিমুক্ত করতে দলের তরুণদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

জাতীয় স্বাধীনতা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, এনডিএফ’র সদস্য সচিব একেএম মহিউদ্দিন আহমেদ বাবলু, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com