logo
আপডেট : ২৪ জুন, ২০২০ ১২:৪৯
মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

মেক্সিকোয় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা


অনলাইন ডেস্ক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরফলে আশেপাশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সৃষ্টি হয়েছে সুনামি। মঙ্গলবার সকালের দিকে দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে এ ভূমিকম্প হয়। 
রাজ্য গভর্নর আলেজান্দ্রো মুরাত জানিয়েছেন, এতে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, ভূমিকম্পের পরই ওক্সাকা উপকূলে সুনামি দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির ভূতাত্বিক জরিপ বিভাগ। কাছাকাছি একটি শহরের সৈকতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ ফুট বেড়েছে। উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থা।
ওক্সাকার এ ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে ৪শ’ মাইলের বেশি দূরের মেক্সিকো সিটিও। ভূমিকম্পের ফলে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমোসফেরিক এডমিনস্ট্রেশন জানিয়েছে, মেক্সিকো উপকূলে ১ মিটার (৩.২৮ ফুট) উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com