logo
আপডেট : ২৪ জুন, ২০২০ ১৪:০৯
মানবদেহে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু

মানবদেহে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু



অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মানুষের দেহে চলতি সপ্তাহেই করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
দক্ষিণ আফ্রিকায় মোট দুই হাজার মানুষের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। করোনা মহামারি নিয়ন্ত্রণে বিশ্বে এটাই প্রথম ও সবচেয়ে উন্নত ভ্যাকসিন।
এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে ভ্যাকসিনে প্রথম ডোজ দেয়া হবে বলে বিবিসি জানিয়েছে। এই শহরে দ্রুত ছড়াচ্ছে করোনা। তাই এখানকার রোগীদের বেছে নিয়েছেন গবেষকরা।
একই টেস্ট যুক্তরাজ্যেও হয়েছে কিন্তু সেখানে সংক্রমণ কমতির দিকে।
দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ব্রাজিলেও ২০০০ করোনা আক্রান্তকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি এই ভ্যাকসিন বা টিকা দেওয়া হচ্ছে।
গবেষকরা জানিয়েছেন, এই টিকার পরীক্ষা ইংল্যান্ডেও হয়েছে়। সেখানে করোনা সংক্রমণ কমতির দিকে। তাই এবার দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে ভ্যাকসিনের প্রথম ডোজ এই সপ্তাহে দেয়া হবে।
সূত্র: বিবিসি


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com