logo
আপডেট : ২৪ জুন, ২০২০ ১৪:২৫
নতুন পরিচয়ে আসছেন নিরব-ইমন

নতুন পরিচয়ে আসছেন নিরব-ইমন


বিনোদন প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় দুই নায়ক নিরব ও ইমন। সহকর্মীর বাইরেও তারা দুজন বেশ ভালো বন্ধু। একসঙ্গে কাজ করেন অনেক নাটক, বিজ্ঞাপন ও সিনেমাতেও। এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এ দুই নায়ক।
দুই বন্ধুকে এবার একসঙ্গে দেখা যাবে উপস্থাপনায়। একটি রেডিওর ধারাবাহিক শোতে উপস্থাপনা করবেন তাঁরা। অনুষ্ঠানটির নাম 'অ্যান আওয়ার উইথ নিরব-ইমন'। তবে অনুষ্ঠানের নাম পরিবর্তন হতে পারে। এক ঘণ্টার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। নিজ নিজ বাসায় বসে অনুষ্ঠানটিতে অংশ নেবেন অতিথি ও উপস্থাপকেরা।
তারকা গল্পের এ আড্ডায় নিরব ও ইমন এ দুজনের উপস্থাপনায় শোতে অতিথি হিসিবে হাজির হবেন শোবিজের অন্যান্য জনপ্রিয় তারকারা।
নিরব বলেন, এটি কোনো পূর্ব প্রস্তুতির শো হবে না। অতিথি আসবেন, আমরা দুজন অতিথির সঙ্গে গল্প করব, মজা করব, নানা বিষয় নিয়ে আড্ডা দেব।
ইমন বলেন, আমরা দুজন একসঙ্গে উপস্থাপনা করব। দুজনের অনেক গল্প আছে। অতিথির সঙ্গে মজা করে আড্ডা দিয়ে কাজটি করা সুবিধা হবে আমাদের।
অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা থেকে ১০ টা পর্যন্ত এক ঘণ্টা প্রচারিত হবে। আগামী বৃহস্পতিবার রাতে প্রথম পর্ব প্রচারের কথা আছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com