logo
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ১৯:২১
৩৪ যাত্রীর মাত্র একজনই প্রাণে বাঁচল
প্রথম বাংলাদেশ ডেস্ক

৩৪ যাত্রীর মাত্র একজনই প্রাণে বাঁচল

ভারতের মহারাষ্ট্র প্রদেশে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বহনকারী বনভোজনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে ৩৩ জন নিহত হয়েছেন। বাসে ৩৪ যাত্রীর মধ্যে মাত্র একজনই প্রাণে বেঁচেছেন। খবর এনডিটিভির।

শনিবার সকালে মুম্বাই-গোয়া মহাসড়কে রায়গড় জেলায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা আইএএনএস জানায়, বাসটি পাহাড়ি রাস্তা থেকে ৫০০ ফুট নিচে খাদে পড়ে।   

জাতীয় দুর্যোগ রেন্সপন্স ফোর্সের কমান্ড্যান্ট অনুপম শ্রীবাস্তব জানান, বাস দুর্ঘটনায় ৩৩ জন নিহত এবং মাত্র একজন বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করছি। আমাদের টিম নিহদের লাশ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

দুর্ঘটনাস্থল পশ্চিম ঘাট মহাসড়কে গত কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

পুলিশ বলছে, দুর্ঘটনার কারণে পিচ্ছিল পাহাড়ি পথটি বিপজ্জনক হয়ে পড়েছে।

সাপ্তাহিক ছুটিতে রত্নগিরির ডা: বালাসাহেব সাওয়ান্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের কর্মীরা একটি বেসরকারি লাক্সারি বাসে করে বনভোজনে যাচ্ছিল। রায়গড় জেলার মহাবালেশ্বর রোডের আমবেনেলি ঘাট সেকশনে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রায়গড় জেলার পোলাদপুর থেকে সাতারা জেলার মহাবালেশ্বর যাচ্ছিল।

ভারতের প্রেসিডেন্ট রাম কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com