logo
আপডেট : ২৫ জুন, ২০২০ ১২:০৮
নিউইয়র্কের ম্যারাথন বাতিল
অনলাইন ডেস্ক

নিউইয়র্কের ম্যারাথন বাতিল


করোনাভাইরাসের তাণ্ডবে নিউইয়র্কে নভেম্বরের প্রথম রবিবার যে ম্যারাথন হবার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। ২৪ জুন বুধবার ম্যারাথনের আয়োজকরা জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিশ্বে সর্ববৃহৎ (২৬.২ মাইল) এই ম্যারাথন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতবারের মত এবারও ৫৩ হাজার রানারের অংশ গ্রহণের কথা। এটি ছিল ৫০তম নিউইয়র্ক সিটি ম্যারাথন। বিশ্বের ১৩০টিরও অধিক দেশের রানারের সাথে স্বজনেরাও আসতেন নিউইয়র্কে। এটি পরিচালনায় নিউইয়র্ক পুলিশের ১২ হাজার সদস্য ছাড়াও ১২ সহস্রাধিক স্বেচ্ছাসেবক থাকতেন দীর্ঘ এই পথের দু’পাশে।
এর আগে কখনো এটি বাতিলের ঘটনা ঘটেনি বলে আয়োজক সংস্থা ‘নিউইয়র্ক রোড রানার’র চিফ এক্সিকিউটিভ মাইকেল ক্যাপিরাসো জানান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com