বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুলাই) ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান তথ্য অফিসার ও অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী রোজী, সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মোরশেদুল আলম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহা পরিচালক শচীন্দ্র নাথ হালদার, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. জাকির হোসেন এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব ফায়জুল হক বক্তব্য রাখেন।
বার্ষিক আয়-ব্যয়ের হিসাবে উপস্থাপন করেন অ্যাসিয়েশনের কোষাধ্যক্ষ প্রণব কুমার ভট্টাচার্য। সভায় সরকারের উন্নয়ন প্রচারসহ সরকার ও জনগণের সেতুবন্ধন তৈরির কাজ জোরদারে অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।