logo
আপডেট : ২৬ জুন, ২০২০ ১৬:০৪
ভারতে একদিনেই বজ্রপাতে নিহত ১০৭ জন
নিজস্ব প্রতিবেদক

ভারতে একদিনেই বজ্রপাতে নিহত ১০৭ জন


ভারতের দুই রাজ্যে বৃহস্পতিবার মাত্র একইদিনেই বজ্রপাতে নিহত হয়েছে মোট ১০৭ জন। এদের মধ্যে কেবল বিহারেই প্রাণ হারিয়েছে ৮৩ জন। পরে জানা যায় এদিন উত্তর প্রদেশেও বজ্রপাতে ২৪ জনের মৃ্ত্যু হয়েছে।
বৃহস্পতিবারের ঝড়-বৃষ্টি চলাকালীন সময় বিহার ও উত্তর প্রদেশের দুই রাজ্যে বজ্রপাতে এই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটে।
দুই রাজ্যের সরকারও বজ্রপাতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৪ লক্ষ টাকা করে দেয়ার কথা বলেছেন।
অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
শুধুমাত্র এক দিনে বজ্রপাতে মৃত্যু হল ৮৩ জনের। বিহারের সরকার এই সংখ্যা প্রকাশ করেছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যনন্ত্রী নীতিশ কুমার।
বৃহস্পতিবারই এই ঘটনা ঘটেছে। খারাব আবহাওয়ার সতর্কবার্তা ছিল আগে থেকেই। তবে তার চেহারা যে এতটা ভয়ঙ্কর হবে, তা ভাবা যায়নি। একাধিক জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com