logo
আপডেট : ২৬ জুন, ২০২০ ১৬:০৯
ভারতে একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদক

ভারতে একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজারের বেশি


ভারতে ফের সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণের ঘটনা ঘটলো। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৯৬ জন। মৃত্যু হয়েছে ৪১৮ জনের।
এই নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লক্ষ ৯০ হাজার ৪০১ জন। এর আগে বুধবার দেশটিতে নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হন ১৫ হাজার ৯৬৮ জন।
এখনও পর্যন্ত ভারতে যতজন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২ লাখ ৭১ হাজার ৬৯৭ জন রোগী চিকিৎসা সহায়তায় সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস থেকে সেরে উঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৪২ শতাংশে।
ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৮৯ হাজার ৪৬৩টি।
বিশ্বে করোনা তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পরেই বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে জায়গা পেয়েছে ভারত।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com