logo
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ২০:৩৫
বোনের দোয়া মাহফিলে আবেগাপ্লুত আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক

বোনের দোয়া মাহফিলে আবেগাপ্লুত আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হকের বড়বোন মরহুমা সায়মা ইসলামের রুহের মাগফেরাত কামনা করে ঢাকার গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর এই দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী তার বোনসহ পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী বলেন, ‘আমি একজন হতভাগ্য মানুষ। গত বছর আমার একমাত্র ছোট ভাই আরিফুল হক রনিকে হারিয়েছি এবং এবছর একমাত্র বোন সায়মা ইসলামকে হারালাম।’

আল্লাহ যেন তাদের মাকে সন্তান হারানোর কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন সেজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। আইনমন্ত্রী দোয়া অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দোয়া অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ও তার আত্মীয়-স্বজন ছাড়াও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি মামনুন রহমান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, অধঃস্তন আদালতের বিচারক, ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহমেদ, কসবা ও আখাউড়া পৌর সভার মেয়রসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পপতি, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

১৪ জুলাই দিবাগত রাত একটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়মা ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং পরদিন রবিবার বিকালে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী ও একমাত্র ছেলে ব্যারিস্টার শেখ মো. ইফতেখারুল ইসলাম সৌরভসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনিসুল হকের বাবা বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক। সায়মা ইসলাম আইনমন্ত্রী আনিসুল হকের একমাত্র বোন ছিলেন। তার একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি ২০১৭ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে মারা যান। মন্ত্রীর মা জীবিত আছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com