logo
আপডেট : ২৭ জুন, ২০২০ ১৬:৫৭
ভারতে করোনা সংক্রমণ ৫ লাখ ছাড়ালো
অনলাইন ডেস্ক

ভারতে করোনা সংক্রমণ ৫ লাখ ছাড়ালো


ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবার রাতেই ৫ লাখ অতিক্রম করেছে। এদের মধ্যে শুক্রবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় ১৯ হাজার মানুষ। দেশটিতে একদিনে এটিই করোনায় সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, শুক্রবার নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন। ওই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩৮৩ জন।
ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জন। মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৮৫।
দেশটিতে সুস্থ হয়েছে মোট ২ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। এখনও চিকিৎসাধীন রয়েছে আরও ১ লাখ ৯৭ হাজার ৩৮৭ জন। আনুপাতিক হিসেবে ভারতে প্রতি পাঁচ জন রোগীর চার জনই সুস্থ হয়ে উঠেছে।
দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত মহারাষ্ট্রে, যা দ্বিতীয় স্থানে থাকা দিল্লির প্রায় দ্বিগুণ। এর পরে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, গুজরাট ও উত্তর প্রদেশ।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরে করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্য ভাবে বাড়তে শুরু করবে। তবে দেশের অন্যান্য অঞ্চলে এই লক্ষণ দেখা দিতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com