ইনস্টাগ্রাম চ্যাট থেকে মজা করতে করতে সেখান থেকে হাসি ঠাট্টা। এতদূর সব ঠিকই ছিল কিন্তু তারপরেই কী এমন হল যে সানিয়া মির্জার। শেষ পর্যন্ত পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে ‘খুনের’ হুমকি দিয়ে বসলেন!
ইনস্টাগ্রাম লাইভে বাবর আজমকে শোয়েব মালিক জিজ্ঞাসা করেন, তোমার প্রিয় ভাবি কে? নাম বলো। সানিয়াকে রাগানোর জন্য বাবর আজম উত্তর দেন খশবা ভাবি (সরফরাজ আমহেদের স্ত্রী)। এই কথা শুনেই সানিয়া মির্জা মজা করে বলেন, ‘তোমাকে খুন করে ফেলব!’
শুধু সানিয়া মির্জা নন, সাবেক পাক ক্রিকেটার আজহার মাহমুদের স্ত্রী ইব্বা কুরেশিও বাবর আজমকে বলেন, ‘মেরে ফেলব তোমাকে। তবে সত্যি কথা বলে ভালো করেছ। তোমাকে আর বাসায় দাওয়াত দেব না।’
করোনার কারণে পাকিস্তানে আটকে ছিলেন শোয়েব মালিক। তবে পাঁচ মাস পর ছুটি পেয়েছেন স্ত্রী ও ছেলের সঙ্গে দেখা করার।