logo
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ২১:১৫
এমপি সুজার জানাজা রোববার
নিজস্ব প্রতিবেদক

এমপি সুজার জানাজা রোববার

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার নামাজে জানাজা রোববার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানাজা নামাজে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

এর আগে শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে মোস্তফা রশিদী সুজার মরদেহ দেশে আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মরদেহ গ্রহণকালে সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, শেখ হেলালুদ্দিন প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com