আপডেট : ২৩ জুলাই, ২০১৮ ১১:২৩
কানাডায় গুলিতে নিহত ২, আহত ১৩
অনলাইন ডেস্ক
কানাডার টরন্টোতে গুলিতে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারীও। আহত হয়েছেন শিশুসহ অন্তত ১৩জন। খবর বিবিসির।
রবিবার রাতে টরেন্টোর ড্যানফরথ এবং লোগান এভিয়েজ এলাকায় এই ঘটনা ঘটে।
গোলাগুলির সময় ২৫টি গুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের অনেককে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত হামলার কোনো কারণ জানতে পারেনি পুলিশ। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে অন্টারিওর মুখ্যমন্ত্রী ডাগ ফোর্ড ভুক্তভোগীদের সহায়তায় যারা এগিয়ে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
