আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ১৬:২৭
বাবা-মাকে অবহেলা করলে বেতন কাটা
ভোরের বাংলা ডেস্ক
বা-মায়ের দেখাশোনা ঠিকমত না করলে এবার বেতন কর্তন করা হবে সরকারি কর্মচারীদের। ভারতে প্রথমবারের মতো এমন আইন জারি করেছে আসাম রাজ্য সরকার। এ আইনের নাম দেয়া হয়েছে 'প্রণাম আইন'। আসাম মন্ত্রিসভায় ইতোমধ্যে আইনের খসড়া পাস করা হয়েছে।
আগামী ২ অক্টোবর থেকে এ আইন কার্যকর করা হবে। বাবা-মায়ের প্রতি অবহেলা প্রকাশ পেলে বেতন থেকে ১০-১৫ শতাংশ পর্যন্ত বেতন কর্তন করা হবে। এছাড়া শারীরিকভাবে অক্ষম ভাই-বোনদের প্রতিও অবহেলা করলে এই আইনেই আওতায় আসবেন সরকারি কর্মচারীরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এ বিষয়ে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বাস জানিয়েছেন, 'সরকারি কর্মচারীরা যাতে বাবা-মার প্রতি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেন, তা নিশ্চিত করতেই এই আইন চালু করা হচ্ছে।'
