ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২ আগস্ট, ২০১৮ ১২:১৪

শপথে গাভাস্কার, কপিলকে আমন্ত্রণ ইমরান খানের

ভোরের বাংলা ডেস্ক
শপথে গাভাস্কার, কপিলকে আমন্ত্রণ ইমরান খানের

কসময়ে ক্রিকটের বাইশ গজে রাজত্ব করা ইমরান খান হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে ক্রিকেট থেকে বহু আগে বিদায় নিয়ে রাজনীতি শুরু করলেও তার ক্রিকেটার বন্ধুদের ভুলে যাননি।

আগামী ১১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেব, সুনীল গাভাস্কার ও নভজ্যোৎ সিধুকে। এছাড়া বলিউড অভিনেতা আমির খানও ডাক পেয়েছেন ইমরানের শপথ অনুষ্ঠানে।

পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) এর মুখপাত্র ফওয়াদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাননি ইমরান খান। মনে করা হচ্ছে, মোদি যদি ইমরানের আমন্ত্রণ ফিরিয়ে দেন এমন আশঙ্কায় তাকে আমন্ত্রণ থেকে বিরত রয়েছে তেহরিক ই ইনসাফ।

উপরে