ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১১ আগস্ট, ২০১৮ ১১:০৩

মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল: রুশ প্রধানমন্ত্রী

ভোরের বাংলা ডেস্ক
মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল: রুশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের সলসবুরিতে সাবেক রুশ গোয়েন্দা ও তার কন্যাকে নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যাচেষ্টায় রাশিয়ার সংশ্লিষ্টার অভিযোগ এনে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা যুদ্ধের শামিল বলে অভিহিত করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে রুশ প্রধানমন্ত্রী বলেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন সরকারের পক্ষ থেকে আরোপিত যেকোনো নিষেধাজ্ঞা মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল এবং রাশিয়া এ ব্যাপারে পাল্টা ব্যবস্থা নেবে।

রাশিয়ার প্রধানমন্ত্রী গতকাল দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপত্যকা সফরে গিয়ে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান। মেদভেদেভ বলেন, রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বরদাশত করা হবে না।

গত বুধবার থেকে যুক্তরাষ্ট্রে তৎপর রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ব্যাংকের কার্যক্রমের ওপর ওই নিষেধাজ্ঞা দেয়া হয়। এর ফলে এসব ব্যাংক কর্তৃক ডলার ব্যবহারের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

রাশিয়ার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং বৈদেশিক মুদ্রা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাকে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার শামিল ধরে নেয়া হবে জানিয়ে রুশ প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক এমনকি প্রয়োজনে অন্য কোনো উপায়ে জবাব দেবে মস্কো। মার্কিন কর্মকর্তাদের এ বিষয়টি উপলব্ধি করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

উপরে