ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১১:৫৭

ফিলিপাইনে পুলিশের গুলিতে ৭ বিদ্রোহী নিহত

ভোরের বাংলা ডেস্ক
ফিলিপাইনে পুলিশের গুলিতে ৭ বিদ্রোহী নিহত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে সাত সন্দেহভাজন বামপন্থী বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।খবর সিনহুয়া’র।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে এন্টিক প্রদেশের সানজোস শহরের একটি গ্রামে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিউ পিপল’স আর্মি (এনপিএ)’র বিদ্রোহীরা পুলিশের একটি দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে উভয়পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়।

একটি খুনের মামলায় জড়িত দুই সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করতে পুলিশ এই অভিযান চালায়। পুলিশ জানায়, এক ঘন্টা ধওে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এতে সাত বিদ্রোহী নিহত হয়। এই ঘটনায় কোন পুলিশের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

দেশটিতে বামপন্থীরা দীর্ঘদিন ধরে সহিংস তৎপরতা চালিয়ে আসছে। এশিয়ার দেশটিতে দীর্ঘদিন ধরে এ বিদ্রোহ চলে আসছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেও প্রশাসন বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার উদ্যেগ বাতিল করেছেন।

উপরে