ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮ ১০:৫৭

লিবিয়ার গণঅভ্যুত্থানে হত্যার দায়ে ৪৫ জনের মৃত্যুদণ্ড

ভোরের বাংলা ডেস্ক
লিবিয়ার গণঅভ্যুত্থানে হত্যার দায়ে ৪৫ জনের মৃত্যুদণ্ড

২০১১ সালের লিবিয়ায় গণঅভ্যুত্থান চলাকালে রাজধানী ত্রিপোলির হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪৫ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত। বুধবার ফায়ারিং স্কয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয় আদালত। দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর বিবিসির।

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সময় রাজধানীতে বিক্ষোভকারীদের ওপর দমন অভিযান চালায় গাদ্দাফির অনুগত বাহিনী। তখন এ হত্যাকাণ্ড ঘটায় তারা।

গাদ্দাফির উৎখাতের পর এটিই দেশটিতে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সংখ্যা। সাত বছর ধরে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে লিবিয়া। খবর এএফপির।

আদালত ৪৫ জনের মৃত্যুদণ্ড দেয়ার পাশপাশি ৫৪ জনকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২২ জনকে মুক্তি দেয়া হয়েছে। তবে তাদেরকে কবে কখন আটক করা হয়েছে এবং কিভাবে বিচার করা হয়েছে তা জানা যায়নি।

উপরে