ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮ ১২:০০

সেতু ধস: ইতালিতে ১২ মাসের জরুরি অবস্থা ঘোষণা

ভোরের বাংলা ডেস্ক
সেতু ধস: ইতালিতে ১২ মাসের জরুরি অবস্থা ঘোষণা

ইতালিতে সেতু ভেঙ্গে ৩৯ জন নিহতের ঘটনায় এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপে কন্টে। মঙ্গলবার ইতালির উত্তরাঞ্চলীয় জেনোয়া নগরীর কাছে লিগুয়া এলাকায় এ হতাহতের ঘটনার পর বুধবার এমন ঘোষণা দিলেন কন্টে। এছাড়া অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে সুবিধার জন্য পাঁচ মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দেন তিনি।

কন্টে বলেন, ওই সেতুটির দায়িত্বে থাকা কোম্পানি অটোস্ট্রেড এর সঙ্গে চুক্তি বাতিল করা হবে। আধুনিক সমাজে এমন দুর্ঘটনা মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এই সেতু দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ঝড় ও ভারী বর্ষণকে দায়ী করেছেন। তবে দেশটির প্রধানমন্ত্রী সেতুর কাঠামোগত ব্যর্থতার কারণে এমনটি ঘটেছে কি না তা খতিয়ে দেখার আদেশ দিয়েছেন।

এই মোটরওয়ে সেতুটি ১৯৬৮ সালে চালু করা হয়। এটি জেনোয়া শহরের অধিবাসী এবং পর্যটকদের জন্য প্রধান হাইওয়ে। ফরাসী উপকূল, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে এটি ইতালির উপকূলকে সংযুক্ত করেছে।

উপরে