ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮ ১২:৫০

ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করবে চীন

ভোরের বাংলা ডেস্ক
ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করবে চীন

বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে টেলিফোনালাপে এ প্রত্যয় ব্যক্ত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি ইরানের পরমাণু সমঝোতাকে আন্তর্জাতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, বহুপাক্ষিক এ চুক্তিতে ইরানের সঙ্গে প্রতিটি দেশের দ্বিপক্ষীয় স্বার্থ চমৎকারভাবে রক্ষিত হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী একটি দেশের পক্ষ থেকে বিশ্বের অন্য দেশগুলোর ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার তীব্র বিরোধিতা করেন। খবর পার্সটুডের।

টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ পরমাণু সমঝোতার নানা দিক তুলে ধরে এটি বাস্তবায়নে চীনকে আরো গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

২০১৫ সালের জুলাই মাসে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়। ওই মাসেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সমঝোতা অনুমোদনের মাধ্যমে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে সেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের ওপর পরবর্তী তিন থেকে ছয় মাসের মধ্যে নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। ওই ঘোষণা অনুযায়ী গত সপ্তাহে প্রথম দফা নিষেধাজ্ঞা কার্যকর করেছে ওয়াশিংটন।

উপরে