ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮ ১৭:১৯

লাখো সিরীয় শিক্ষার্থী জর্ডানের স্কুলে ভর্তি

ভোরের বাংলা ডেস্ক
লাখো সিরীয় শিক্ষার্থী জর্ডানের স্কুলে ভর্তি

জর্ডানের বিভিন্ন স্কুলে এক লাখ ৩০ হাজারের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষে পড়াশোনা শুরু করেছে। রবিবার থেকে তাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

জর্ডান শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ালিদ আল-জাল্লাদ জানান, ২০ লাখ জর্ডানের শিক্ষার্থী বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। আর সিরীয় শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩০ হাজার। অধিকাংশ সিরীয় শিক্ষার্থী জর্ডানের বিভিন্ন সরকারি স্কুলে আর বাকিরা শরণার্থী শিবিরে পরিচালিত স্কুলগুলোতে পড়াশোনা করবে।

আল-জাল্লাদ আরো বলেছেন, তার দেশ জাতীয় ও মানবিক দায়িত্ববোধের বাইরেও সিরীয় শিক্ষার্থীদের অধিকতর মানবিক সেবা সরবরাহ করবে।

‘স্কুল থেকে ঝরে পড়া সিরীয় শিক্ষার্থীদের জন্য আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে। ইউনিসেফের সহযোগিতায় রিমেডিয়াল শিক্ষা কার্যক্রমের অধীন আমরা এসব শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তি করব।’

১৩ লাখের বেশি সিরীয় নাগরিক জর্ডানে আছেন। তাদের মধ্যে অর্ধেক শরণার্থী হিসেবে নিবন্ধিত।

উপরে