টিকাদান কর্মসূচি নিয়ে ইতালিতে অসন্তোষ
ইতালিতে অনেক অভিভাবক শিশুকে টিকা দেয়ার পক্ষে নয়। কিন্তু এর পেছনে কারণ কী? দেশটির সরকারই বা কী বলছে? কেন শিশুদের টিকা দেয়ার মতো বিষয় নিয়ে এমন পরিস্থিতি তৈরি হলো? এ বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
আট মাস বয়সী স্যামুয়েলকে টিকা দেয়ার জন্য তার মা স্বাস্থ্য কেন্দ্রে এনেছে। কিন্তু এই বাধ্যতামূলক টিকা দেয়া পছন্দ নয় স্যামুয়েল এবং তার মা ম্যানুয়েলার। ম্যানুয়েলা বলেন, 'আমাকে এখানে আসতেই হয়েছে। কিন্তু যদি আমার নিজের পছন্দ করার উপায় থাকতো তাহেলে আমি এখানে আসতাম না। আমি আমার সন্তানকে টিকা দিতাম না। টিকার ভেতরে যেসব ধাতব পদার্থ থাকে সেগুলোকে আমার ভয় লাগে। এটা নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে'।
ডাক্তাররা বলছেন এ ধরনের ভয়ের বাস্তব কোনো ভিত্তি নেই। কিন্তু তারপরেও কিছু মা-বাবা তাদের সন্তানকে টিকা দিতে চান না। কিন্তু এমন পরিস্থিতিতে ইতালির নতুন সরকার বাধ্যতামূলক টিকা কর্মসূচি বাতিল করতে পারে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এক সমাবেশে বলেন, তার সন্তানদেরও টিকা দেয়া হয়েছে। কিন্তু তিনি মনে করেন, অন্য পিতামাতারা তাদের সন্তানের জন্য যেটা ভালো মনে করবে সে সিদ্ধান্ত নেবার সুযোগ তাদের থাকা উচিত।
মারিয়ানা ফিওরাভেন্টি একজন স্কুল শিক্ষক। নিজের সন্তানকে হামের টিকা না দেবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মারিয়ানা বলেন, 'আমার নিজস্ব সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকা উচিত। আমি গণহারে সবাইকে বাধ্যতামূলক টিকা দেবার বিপক্ষে। আমি মনে করি প্রতিটি শিশুর ক্ষেত্রে আলাদা-আলাদা মূল্যায়ন করা উচিত। প্রতিটি শিশুই আলাদা। আমি টিকার বৈজ্ঞানিক দিকগুলোতে যাবো না। কারণ আমি ডাক্তার নই। একটি টিকা বিপদজনক হতে পারে, আবার জীবনও রক্ষা করতে পারে'।
ইতালির নতুন সরকারের একটি দৃষ্টিভঙ্গি আছে। তারা মনে করে সরকার, ডাক্তার কিংবা বিশেষজ্ঞদের চেয়ে প্রতিটি বাবা-মা তার শিশুকে ভালো করে জানে যে তাদের কোনটি প্রয়োজন। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন, এ ধারণা দেশের স্বাস্থ্যসেবাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।
ইতালির পেডিয়াট্রিক সোসাইটির ড. আলবার্তো ভিলানি বলেন, 'বাবা-মায়ের টিকা নিয়ে যে ভয়ের মধ্যে আছেন সেটি অবাস্তব। বিষয়টি নিয়ে তাদের বোঝাতে হবে। এ ধরণের তথ্য মানুষের মনোভাব পরিবর্তনের অন্তরায়। আমাদের আমাদের সাধ্যমতো চেষ্টা করছি'।
ভিলানি বলেন, 'এ মনোভাব গড়ে তোলার জন্য স্কুলে শিক্ষা দেয়া প্রয়োজন। কিন্তু এটা শুধু ইতালির সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা'।
শিশুদের টিকা বন্ধ করে দেবার এ চিন্তা আবারো সেসব রোগ ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন ইতালির বিশেষজ্ঞরা।
