ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ: আইএইএ
ইরান আন্তর্জাতিক পরমাণু চুক্তি মেনে চলছে এবং তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। বৃহস্পতিবার) আইএইএ’র সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে একথা জানানো হয়। খবর পার্সটুডের।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী পরিষদের কাছে পেশ করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে ইরান। দেশটি আইএইএ’র পরিদর্শকদের নিয়মিত নিজের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
জার্মানি, জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই করে ইরান। দু’পক্ষ এ সমঝোতা বাস্তবায়ন করছে কি না তা তদারকির অন্যতম দায়িত্ব পায় আইএইএ। সংস্থাটি এ পর্যন্ত অন্তত ১০টি প্রতিবেদনে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।
তবে পরমাণু চুক্তিকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে ইতোমধ্যে এ চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়ন, জার্মান ও ইংল্যান্ডসহ অন্য দেশগুলো এ চুক্তি টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
