ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১১:২৬

জেরুজালেম থেকে দূতাবাস সরাবে প্যারাগুয়ে

ভোরের বাংলা ডেস্ক
জেরুজালেম থেকে দূতাবাস সরাবে প্যারাগুয়ে

যুক্তরাষ্ট্রের অনুসরণ করে ইসরায়েলের তেল আবিব থেকে ঘোষিত নতুন রাজধানী জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করেছিলো প্যারাগুয়ে। তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার কথা জানিয়ে জেরুজালেম থেকে আবার তেল আবিবে দূতাবাস ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটি।

এ বিষয়টি জানিয়ে বিবৃতি দিয়েছেন প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুইস আলবার্তো ক্যাস্তিগলিওনি। বিবৃতিতে তিনি বলেন, 'মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর, স্বচ্ছ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে ক্রমবর্ধমান আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টা চলছে প্যারাগুয়ে তাতে অবদান রাখতে চায়'।

শিগগিরই তাদের দূতাবাস তেল আবিবে ফিরিয়ে নেয়া হবে জানান প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী।

গত মে মাসে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের অনুসরণ করে দূতাবাস স্থানান্তর করে প্যারাগুয়ে। দুতাবাস উদ্বোধন করেন প্যারাগুয়ের তৎকালীন প্রেসিডেন্ট কার্তেজ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এরপর গত মাসে নতুন প্রেসিডেন্ট মারাও আব্দো দায়িত্ব নেয়ার পর দূতাবাস আগে স্থানে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন।

উপরে