ট্রাম্প ‘অনড়’ থাকবেন বিশ্বাস কিমের
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তিনি বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প তার অবস্থানে ‘অনড়’ থাকবেন এবং ট্রাম্পের প্রথমার্ধের মেয়াদেই কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে চান তিনি। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ সিউলের প্রতিনিধি দলের কাছে এ মন্তব্য করেছেন কিম। চলতি মাসের শেষের দিকে দুই কোরিয়ার শীর্ষ নেতাদের এক বৈঠক আয়োজন উপলক্ষে উত্তর কোরিয়াতে আছেন তারা।
জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠকের পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ততার পর্যায়ে চলে গেছে।
অধিকাংশ পর্যেবেক্ষকরা বলছেন, পরমাণু নিরস্ত্রীকরণে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি উত্তর কোরিয়া।
এক দশক আগে দক্ষিণ কোরিয়ার এক নেতা উত্তর কোরিয়ায় সফরকালে পিয়ংইয়ং-এ এই সম্মেলন আয়োজনের কথা বলেছিলেন।
সিউলে বিবিসির প্রতিনিধি লরা বিকার জানান, আশা করা হয়েছিল, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থগিত আলোচনা পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখবেন।
সিঙ্গাপুরে কিম-ট্রাম্পের অস্পষ্ট চুক্তিতে বলা হয়েছিল, দুই পক্ষই পরমাণু নিরস্ত্রীকরণে কাজ করবে। কিন্তু এই পরমাণু কর্মসূচি বন্ধের নির্দিষ্ট সময়সীমা, বিস্তারিত বা কার্যক্রম যাচাই করার জন্য কোনো কৌশলের কথা উল্লেখ করা হয়নি।
পিয়ংইয়ং-এ কিমের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, ১৮-২০ সেপ্টেম্বর উত্তর কোরিয়া সফর করবেন মুন জাই-ইন। এই সময় তিনি ‘পরমাণু নিরস্ত্রীকরণে বাস্তবতা’ সম্পর্কে কিমের সঙ্গে আলোচনা করবেন।
