ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪২

ইরানের চাবাহার বন্দরের নিয়ন্ত্রণ পাচ্ছে ভারত

ভোরের বাংলা ডেস্ক
ইরানের চাবাহার বন্দরের নিয়ন্ত্রণ পাচ্ছে ভারত

আগামী এক মাসের মধ্যেই ইরানের চাবাহার সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ নিতে পারবে ভারত। বন্দরের নির্মাণ কাজ প্রায় সমাপ্তের পথে উল্লেখ করে একথা জানান ইরানের সড়ক ও গ্রামোন্নয়ন মন্ত্রী আব্বাস আহমেদ আখুয়োন্দি।

শুক্রবার আব্বাস আহমেদ বলেন, 'চাবাহার বন্দর নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। আশা করছি আগামী এক মাস সময়ের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের হাতে সম্পূর্ণ পরিচালনাভার তুলে দেওয়া সম্ভব হবে'।

তিনি জানান, 'বন্দর নির্মাণ হয়ে গিয়েছে। বন্দরের স্বাভাবিক কাজও শুরু হয়েছে। খুব শীঘ্রই চাবাহ্র বন্দরের পরিচালনা এবং ব্যবস্থাপনার ভার ভারতের হাতে তুলে দেওয়া হবে'।

ইরানের মাটিতে ভারতীয় অর্থে নির্মিত হচ্ছে বন্দরটি। নির্মাণকাজ শেষ হওয়ার পর এ বন্দরের পরিচালনা এবং নিয়ন্ত্রণ করবে ভারত। ২০১৯ সালের মধ্যে চাবাহার বন্দরের নিয়ন্ত্রণ নিতে পারবে বলে জানিয়েছিলো ভারত। তবে তাদের আশার চেয়েও আগে এ বন্দরের নিয়ন্ত্রণ পাচ্ছে দেশটি।

২০১৬ সালে ওমান উপসাগরের উপর চাবাহার বন্দর নিয়ে চুক্তি করে হয় ভারত-ইরান-আফগানিস্তান৷ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম জলসীমার খুব কাছে অবস্থিত চাবাহার বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগ করে ভারত। বিনিময়ে বন্দরটি ব্যবহার ও পরিচালনার অধিকার পাবে ভারত।

চাবাহার বন্দরটির ৭২ কিলোমিটার দূরে পাকিস্তান ও চীন নির্মাণ করছে গদর সমুদ্র বন্দর। ফলে চাবাহার ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে পাশ কাটিয়ে এই বন্দরের সাহায্যেই ইরান ও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতে পারবে ভারত।

উপরে