ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৬

ট্রাম্পের সাবেক উপদেষ্টার ১৪ দিনের কারাদণ্ড

ভোরের বাংলা ডেস্ক
ট্রাম্পের সাবেক উপদেষ্টার ১৪ দিনের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারণা উপদেষ্টা জর্জ পাপদোপলসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট। শুক্রবার তাকে কারাদণ্ড দেয় আদালত।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০১২ সালের নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে যে তথ্য ছিল তা এফবিআইকে সঠিক ভাবে জানায়নি তিনি।

গত প্রায় এক বছর আগে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের রায়ে বলা হয়, তাকে প্রায় এক বছর নজরবন্দি রাখা হবে এবং ২০০ ঘণ্টা বিভিন্ন কমিউনিটি সার্ভিস দিতে হবে। এছাড়া তাকে সাড়ে নয় হাজার মার্কিন ডলার জরিমানা করে আদালত।

উপরে