ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৪২

রাশিয়ার অভিযোগ প্রত্যাখান পেন্টাগনের

ভোরের বাংলা ডেস্ক
রাশিয়ার অভিযোগ প্রত্যাখান পেন্টাগনের

সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ জোর এর একটি গ্রামে যুক্তরাষ্ট্র ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। শনিবার প্রদেশের হাজিন গ্রামে মার্কিন বাহিনী এই হামলা চালায় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার জানানো হয়। খবর ডয়চে ভেলে ও গ্লোবাল নিউজের।

তবে রাশিয়ার এমন অভিযোগ প্রত্যাখান করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার সিন রবার্টসন বলেন, ‘এই সময়ে সাদা ফসফরাস ব্যবহারের কোনো রিপোর্ট আমরা পাইনি। ওই অঞ্চলে কাজ করা কোনো সামরিক ইউনিটের কাছে সাদা ফসফরাস বা এজাতীয় কোনো বোমা নেই।’ খবর ভয়েস অব আমেরিকার।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ভ্লাদিমির স্যাভচেঙ্কো অভিযোগ করে বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর মার্কিন বিমান বাহিনীর দু’টি এফ-১৫ জঙ্গিবিমান হাজিন গ্রামে চালানো হামলায় ফসফরাস বোমা ব্যবহার করেছে।’

হামলার পর ওই গ্রামে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান ভ্লাদিমির স্যাভচেঙ্কো।

রাশিয়ার এমন অভিযোগের পরই তা অস্বীকার করে বার্তা দেয় পেন্টাগন। গত বছর সিরিয়ার রাকা শহরেও যুক্তরাষ্ট্র ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, ১৯৪৯ সালে স্বাক্ষরিত জেনেভা কনভেনশনের সম্পূরক প্রটোকল অনুযায়ী হলুদ ফসফরাস-সমৃদ্ধ যেকোনো ধরনের সমরাস্ত্র ব্যবহার নিষিদ্ধ।

গত জুন মাসে নিউ ইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ জানিয়েছিল, ইরাক ও সিরিয়ায় কথিত সন্ত্রাস বিরোধী অভিযানে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট ওই দুই দেশে সাদা ফসফরাস-সমৃদ্ধ বোমা মোতায়েন করছে।

তখন এইচআরডব্লিউর সমরাস্ত্র বিষয়ক পরিচালক স্টিভ গুস বলেছিলেন, ফসফরাস কিভাবে ব্যবহার করা হলো তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। ইরাকের মসুল ও সিরিয়ার রাকা শহরের মতো ঘন বসতিপূর্ণ শহরগুলোতে এই বোমার ব্যবহার সাধারণ মানুষের দীর্ঘমেয়াদি মারাত্মক ক্ষতি করবে।

উপরে