ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩৪

আফগানিস্তানে সংঘর্ষে ১৩ পুলিশ ও ১০ তালেবান নিহত

ভোরের বাংলা ডেস্ক
আফগানিস্তানে সংঘর্ষে ১৩ পুলিশ ও ১০ তালেবান নিহত

আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবানের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে অন্তত ১৩ পুলিশ সদস্য এবং ১০ তালেবান জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সোমবার সকালে দেশটির কুন্দুজ প্রদেশের দাশ-ই-আরচি জেলায় একটি নিরাপত্তা চৌকিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

দাশ-ই-আরচি জেলা প্রধান নাসরুদ্দিন নাজারি সাহাদি বলেন, সোমবার সকালে দাশ-ই-আরচি জেলার একটি সরকারি অফিস ও স্থানীয় বাজারের পাশে অবস্থিত নিরাপত্তাচৌকিতে বন্দুক ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালায় তালেবান। এসময় তালেবান জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ১৩ পুলিশ সদস্য ও ১০ তালেবান জঙ্গি নিহত এবং ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

গতকাল তালেবান বিরোধী এক নেতার জানাজায় বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন। এছাড়া গত সপ্তাহে বিভিন্ন স্থানে তালেবানের হামলায় ২০ আফগান সেনা নিহত হন।

উপরে