ঝুলন্ত পার্লামেন্টের দিকে সুইডেন
সুইডেনের সাধারণ নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক জোট প্রায় একই ফলাফল করেছে। এর আগের নির্বাচনের চেয়ে এবার ভালো ফলাফল অভিবাসন বিরোধী চরম ডানপন্থি একটি দল। ফলে দেশটি এখন ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছে।
রবিবারের অনুষ্ঠিত নির্বাচনের প্রায় সবগুলো ব্যালট গণনার পর দেখা গেছে, ক্ষমতাসীন মধ্য বামপন্থি জোট বিরোধী মধ্য ডানপন্থি জোটের চেয়ে সামান্য এগিয়ে আছে। প্রত্যেকেই প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছে।
সুইডেনে প্রাপ্ত ভোটের অনুপাতে পার্লামেন্টের আসন বন্টন করা হয়। তাতে ৩৪৯ আসনের পার্লামেন্টে মধ্য-বামরা ১৪৪টি আসন পাবে এবং মধ্য-ডান জোট পাবে ১৪২টি আসন।
সোশ্যাল ডেমোক্র্যাট(এসডি) দল ১৮ শতাংশ ভোট পেয়েছে। যা গত বারের নির্বাচনের চেয়ে ১২.৯ শতাংশ বেশি।
সুইডেনের এবারের পার্লামেন্ট নির্বাচনে কোনো একক দলের সবচেয়ে বড় উত্থান এটি। তবে প্রধান দুটি রাজনৈতিক জোটই এসডিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে না বলে জানিয়েছে।
এরপরও এসডির নেতা জানিয়েছেন, তিনি অন্যান্য সব দলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন।
সুইডেনে একটি কার্যকরী সরকার গঠনের আগে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করবে বলে এতে ধারণা পাওয়া যাচ্ছে।
