নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যা করল ডালাস পুলিশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক নারী পুলিশ কর্মকর্তা যিনি তার ফ্ল্যাটে এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা করেছিলেন- তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ৩০ বছর বয়সী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা অ্যামবার গাইজার কাজ শেষে বাসায় আসেন। সেখানে তিনি অনুপ্রবেশকারী মনে করে বোথাম শেম জিন নামে ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যা করেন। সেন্ট লুসিয়ার নাগরিক বোথাম এই সময় নিরস্ত্র ছিলেন এবং গুলিবিদ্ধ অবস্থায় তার হাসপাতালে মৃত্যু হয়।
তিন লাখ ডলারের বন্ড সই করে রবিবার সন্ধ্যায় কাউফম্যান কাউন্টি জেল থেকে জামিন পেয়েছেন গাইজার।
বৃহস্পতিবার রাতে ডালাসের দক্ষিণ পাশের একটি ভবনে এই ঘটনা ঘটে। বোথাম ও গাইজার দুজনই পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন।
বৃহস্পতিবার ডালাস পুলিশ প্রধান ইউলিশা রেনি হল জানান, দায়িত্ব শেষে গাইজার তার ফ্ল্যাটে আসেন। এই সময় তিনি বোথামকে তার ফ্ল্যাটের সামনে দেখতে পান।
পুলিশ প্রধান জানান, তাদের দুজনের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল তা স্পষ্ট নয়। এক পর্যায়ে গাইজার বোথামকে লক্ষ্য করে গুলি করেন। এরপর জরুরি নম্বর ৯১১-এ কল করেন গাইজার। চার মিনিটের মধ্যেই পুলিশ সেখানে উপস্থিত হন।
গাইজার গত চার বছর ধরে সাউথ-ইস্ট পেট্রল বিভাগে কাজ করছেন।
ডালাস পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে মে মাসে আরেকটি গুলির ঘটনায় জড়িত ছিলেন গাইজার।
