ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১২:১৩

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ভোরের বাংলা ডেস্ক
ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

গাজায় বিক্ষোভকারীদের ওপর আবারো গুলি চালিয়ে তিন ফিলিস্তিনি শিশু কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার গাজায় বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। এসময় তিন ফিলিস্তিনি কিশোর নিহত এবং বহু আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জাবালিয়া শহরে ১২ বছর বয়সী শিশু শাদি আব্দুল আজিজ মাহমুদ আব্দুলাল শহীদ হয়েছে। তার মাথায় গুলি করা হয়েছে।

এছাড়া আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে বিক্ষোভ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২১ বছর বয়সী মোহাম্মাদ শাকুরা। অন্যদিকে রাফায় নিহত হয়েছেন ২১ বছর বয়সী হানি রামজি আফানা।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ফিরে পেতে নতুন করে আন্দোলন গড়ে তুলেছেন। এই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত ১৭৫ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন আরও ১৯ হাজার ফিলিস্তিনি। শুরুতে এ বিক্ষোভ ধারাবাহিকভাবে করলেও বর্তমানে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা।

অপরদিকে বেদুঈন গ্রাম খান আল আহমিরের প্রধান সড়ক আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনি। গ্রাম ধ্বংস করার জন্য আনা হয়েছে বুলডোজার। এছাড়া বিক্ষোভকারীদের ঠেকাতে বিপুল সংখ্যক সেনার পাশাপাশি ট্যাংক ও গোলাবারুদসহ সেখানে অবস্থান করছে ইসরায়েলি সেনারা।

উপরে